বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র শারীরিক অবস্থার উন্নতি স্থিতিশীল
রয়েছে। বেগম খালেদা জইয়ার ব্যাক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.
জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
গতকাল (১২
জানুয়ারি) বিশেষায়িত এই হাসপাতালের সামনে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ
পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
এসময়
খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী
এনামুল হক চৌধুরীও উপস্থিত
ছিলেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো। এদিন তিনি একা একা হাঁটতেও পেরেছেন। তিনি দেশের খোঁজ-খবরও নিয়েছেন।
প্রতিদিনই
খালেদা জিয়ার ‘রুটিন স্বাস্থ্য পরীক্ষা' চলছে। তবে আজ (১৩ জানুয়ারি) বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে বলেও জানান ডা. এ জেড এম
জাহিদ হোসেন।
তিনি
আরও জানান, রবিবার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি
খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের
অধীনেই লন্ডনে দ্য ক্লিনিকে তার চিকিৎসা চলছে। এছাড়া এদিন খালেদা জিয়াকে ফিজিওথেরাপিও দেওয়া হয়েছে। গতকালের চেয়ে তার অবস্থা স্টেবল ছিল।
উন্নত চিকিৎসার
জন্য যুক্তরাজ্যের উদ্দেশে গত ৭ জানুয়ারি রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা
জিয়া। রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার
আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি। ৮ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে লন্ডনের
হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। পরে ‘লন্ডন ক্লিনিকে’
ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসনকে। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।