বাংলাদেশ জাতীয়তাবাদী
দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ (১০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের বৈঠক শেষে বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো
দূরত্ব বাড়েনি।
নজরুল
ইসলাম খান বলেন, ‘জামায়াতে সঙ্গে বিএনপির দূরত্ব বাড়েনি, তবে তাদের (জামায়াত) নেতাদের কিছু বক্তব্য বিএনপিসহ দেশপ্রেমিক নেতাদের আঘাত করেছে।’ এ ধরনের বক্তব্য
না দিতে দলটির প্রতি আহ্বানও জানান বিএনপির এই নেতা।
নজরুল
ইসলাম খান বলেন, যুগপৎ আন্দোলনে জামায়াতে ইসলাম বিএনপির সাথে না থাকলেও সরকার
পতনের আন্দোলনে দলটি সক্রিয় ভূমিকা রেখেছে। আগামীতেও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াত ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানিয়েছেন তিনি।
খালেদা জিয়ার
চিকিৎসা নিয়ে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়া
বেশ ভালভাবে হচ্ছে। বিএনপির এই নেতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করে সবাইকে
খালেদা জিয়ার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।