× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ তৈরি করতে পারিনি

ডেস্ক রিপোর্ট

০৫ জানুয়ারি ২০২৫, ১৫:১৮ পিএম । আপডেটঃ ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৫ জানুয়ারি) ১৫ দিনের লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশে পা রেখেই সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি বলেন, তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ এখনো আমরা তৈরি করতে পারিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। আশা করি, অনুকূল পরিবেশ হলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।

বিএনপি সব সময় নতুন দলকে স্বাগত জানায় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়। বর্তমানে দেশে যে ফ্যাসিবাদ-বিরোধী ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচন বিলম্ব করার যেকোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। সুষ্ঠু ও দ্রুত নির্বাচন অত্যন্ত জরুরি। নতুন দলকে স্বাগতম জানানো হবে, তবে তা যেন 'কিংস পার্টি' না হয়। তাদের সুষ্ঠু ধারায় রাজনীতি করতে হবে।"

এর আগে শনিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

গত ২০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে যুক্তরাজ্যে যান সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে তিনি বড় মেয়ের বাসায় ছিলেন। সফরকালে তারেক রহমানের সঙ্গে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।


বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.