× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা বিদেশে বন্ধু চাই প্রভু চাইনা-নাটোরে জামায়াত আমীর

মো: আতিকুল হক, নাটোর প্রতিনিধি।

০৩ জানুয়ারি ২০২৫, ১৫:০৮ পিএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

আমরা বিদেশে বন্ধু চাই প্রভু চাইনা-এই বন্ধুত্ব হতে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না।বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না।নাটোরে জামায়াতে ইসলামীর জেলা কর্মী সম্মেলনে এই কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের; তবে এটার জন্য আমাদের লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হবো।সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া,ভালোবাসা ও পরামর্শ চায়, চায় ইতিবাচক সমালোচনা।

আজ (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নাটোর শহরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর আমীর বলেন, আমরা ঐক্যবদ্ধ জাতি।আমরা সম্মান চাই।

ডা.শফিকুর রহমান বলেন, আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে কাজ করবে।নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে।নারী তার প্রাপ্য সম্মানের সাথে দায়িত্ব পালন করবে।

ডা.শফিকুর রহমান আরও বলেন, আমাদের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষাজীবন শেষে একটা চাকরির জন্য কোন মামা-খালুর পিছনে দৌড়াতে না হয়।
শিক্ষাজীবন শেষে হওয়ার আগে কাজই আমাদের সন্তানদের কাছে পৌছে যাবে।এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী।আমরা এমন শিক্ষা চাই যেন আমাদের সন্তানদের মনে মমত্ববোধ, দেশাত্নবোধ ও মানবীয় গুণাবলীতে অনন্য হয়ে ওঠে।আমরা চাই তারা যেন সত্যিকারের মানুষ হয়ে ওঠে।

নাটোর প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, নাটোর জেলা কোন অপরাধ করেনি।তারপরও এখানে কোন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট নেই।আমরা বর্তমান সরকারের কথা দাবী জানাচ্ছি অন্তত একটি প্রতিষ্ঠান নাটোরে গড়ে তুলে এ বঞ্চনার ইতি টানা হোক।আর ভবিষ্যতে মানুষের ভালোবাসায় জামায়াত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে নাটোরের জন্য কোন দাবী পাঠাতে হবে না,আমি নিজেই এসব দাবী করে গেলাম।

জেলা জামায়াত আমীর ড.মীর নুরুল ইসলামের সভাপতিত্বে
কর্মী সমাবেশে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান,কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন প্রমুখ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.