আজ (১ জানুয়ারী)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র
প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুয়ারি এই
ছাত্রসংগঠনটির প্রতিষ্ঠা করেন। দেশের অন্যতম বৃহৎ এই ছাত্রসংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষ্যে ২ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
ঘোষিত কর্মসূচির
মধ্যে রয়েছে বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের
মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তার রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত।
এরপর দুপুর
১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি, দুপুর ২টায় অডিটরিয়ামে
আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এ আলোচনা
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও
জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।