× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ে তাকবির আর জিন্দাবাদ স্লোগান তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল

ডেস্ক রিপোর্ট

২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ   অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমি এখানে এসে একটা স্লোগান শুনলাম, নারায়ে তাকবির। অনেকদিন পরে এই স্লোগান শুনলাম। নারায়ে তাকবির আর জিন্দাবাদ স্লোগান তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী স্বৈরাচারের আমলে আমি অন্তত ১২ বার গ্রেপ্তার হয়েছি। এখনও আমার নামে ১০৮টা মামলা আছে। রকম মামলা হেফাজতে ইসলাম, জামায়াতসহ যত ইসলামিক দল আছে, সবার বিরুদ্ধে আছে। আওয়ামী লীগের বিদায়ে সেই আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে।

ভারতের উদ্দেশ্যে সময় তিনি বলেন, হাসিনার পতনে তোমাদের এত মাথাব্যথা কেন? একটার পর একটা গন্ডগোল করছো, অস্থিরতা সৃষ্টি করছো। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেভ থাকে না। একটু বুঝে শুনে চলবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমরা কখনও আপস করব না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ছাত্র আন্দোলন যখন অনেকটা থেমে গিয়েছিল তখন যাত্রাবাড়িতে মাদরাসা ছাত্রদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। সেই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ জনতা রাস্তায় নেমেছিলেন। এখানে যারা আছেন কেউ হলফ করে বলতে পারবেন না গত ১৬-১৭ বছর তারা বাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছেন।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.