× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণতন্ত্রের নামে আওয়ামী লীগ সরকার হত্যা ও গুমে লিপ্ত ছিল: আখতার হোসেন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেরা।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন বলেছেন,গণতন্ত্রের নামে বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার হত্যা ও গুমে লিপ্ত ছিল। উন্নয়নের নামে তারা কোটি কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। খুনি হাসিনা সরকার ও তার দোসররা দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে তামাশা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে।

আজ (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বের নামে বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্কে পরিণত করেছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তাদের পতনের পর দেশের মধ্যে এখন ধর্মীয় দাঙ্গা লাগাতে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু ভারতের সাধারণ জনগণের সঙ্গে বাংলাদেশের ছাত্র-জনতার আত্মার সম্পর্ক রয়েছে। তবে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে এ দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি গোটা দেশব্যাপি একটি রাজনৈতিক ভারসাম্য নির্মাণে কাজ করছে।
এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক মনিরুল ইসলাম সুমন আরিফুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কাউনিয়া উপজেলা শাখার সংগঠক রমজান আলী, শামীম হোসেন, রফিকুল ইসলাম কনকসহ অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.