× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক ছাত্রদল নেতা লাভলু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

ফেরদৌস আহাম্মেদ, মানিকগঞ্জ প্রতিনিধি।

২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

ঘিওরে চাঞ্চল্যকর  সাবেক ছাত্র নেতা লাভলুর হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে ঘিওর নাগরিক রক্ষা কমিটি। আজ দুপুর ১২:৩০ ঘটিকায়  ঘিওর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন,আল মামুন ভুইয়া, আহবায়ক ঘিওর নাগরীক রক্ষা কমিটি। ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে প্রায় ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত বক্তব্যরা দোষীদের দ্রুত গ্রেফতার করে, আইনের আওতায় আনার দাবি জানান। 

এরআগে, গত ৯ই ডিসেম্বর ঘিওর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রকাশ্য দিবালোকে লাভলুকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় মনোয়ার গ্রুপের শীতল, বড় বাবু,তানভীর, তামিম, রায়হান, রাব্বি, ছোট বাবু, রূপক, রাসেল, নোমানসহ ২০ থেকে ৩০ জন। পরে লাভলুকে  মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ-সময় গুরুতর আহত হয়, রাহাদুজ্জান আলতাপ, সভাপতি ঘিওর ইউনিয়ন যুবদল ও হিমেল দর্জি,সাংগঠনিক সম্পাদক ৩নং ওয়ার্ড যুবদল। এই ঘটনার ১৪ দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত  উল্লেখযোগ্য কোনো আসামিকে গ্রেপ্তার পারেনি। 

আর পুলিশ বলছে, ইতিমধ্যে ৫জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.