× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনা ভারতের পুতুল- নাসের রহমান

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৪০ পিএম । আপডেটঃ ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৪১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন শেখ হাসিনা ভারতের পুতুল। তাকে ভারত যেভাবে নাচায় সেভাবেই নাচে। ভারতের দালাল কে দেশ বাসী এখন ঠিকই বুঝে গেছে। সে ভারতে পালিয়ে গিয়ে বলে ৫ আগস্ট না কি দেশে আরও হানাহানি হতো সে জন্য তিনি না কি দেশে ছেড়ে পালিয়েছেন। কতবড় মিথ্যাচার। মিথ্যাবাদী। সে ক্ষমতা আকঁড়ে রাখার জন্যে শেষ সময় পর্যন্ত নির্বিচারে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর নির্দেশনা দিয়েছিল। কিন্তু সেদিন তার নির্দেশনা দেশ প্রেমিক সেনাবাহিনী পালন করেনি। 

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।   জেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য ভিপি মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী। 

কর্মীসভায় নাসের রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা নন। শেখ হাসিনাকে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসিয়েছিল। এবং শেখ হাসিনা ভারতের নির্দেশনায় যা যা দরকার ছিল সব দিয়েছেন । তিনি নিজেই স্বীকার করেছেন আমি যা ভারতকে দিয়েছি ভারত কখনোই ভুলতে পারবে না। এটা কোনো দেশপ্রেমিক রাজনীতিবিদের বক্তব্য হতে পারে না । আবার তিনি গর্ব করে বলতেন তার পিয়নে ৪ কোটি টাকা বানিয়ে হেলিকপ্টার চড়ে।   তিনি বলেন, এই শেখ হাসিনা ক্ষমতায় এজেন্ডা নিয়ে আসছিল। ভারত তাকে বলে দিয়েছে তোমার প্রথম কাজ হলো খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ী থেকে বাহির করা। সে এটা করেছে। এর সাথে সাথে দেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার কথাও বলে। সেটাও করেছে। কারণ তার ভয় ছিল তত্ত্বাবধায়ক থাকলে তো ফ্যাসিস্ট আওয়ামীলীগ আর ক্ষমতায় আসতে পারবে না। এবং ভারতে তাকে এও বলে দিয়েছে তুমি যদি ক্ষমতায় থাকতে চাও তাহলে আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে হবে। অথচ  এই ফ্যাসিস্ট হাসিনা তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনার জন্য ১৯৯৪ সাল থেকে ৯৬ সালের মার্চ পর্যন্ত সারাদেশে ১৬৪ দিন হরতাল আর অবরোধ করেছে। ঐসময় এ হরতাল অবরোধ করে দেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ক্ষতি সাধন করেছে।  শুধু তার ক্ষমতায় যাবার জন্য। যে মহিলা ১৬৪ দিন হরতাল অবরোধ করে এই মহিলাই আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এটা কি কোন দেশপ্রেমিক রাজনীতিবিদের আচরণ হতে পারে?। এদেরকেই দেশের মানুষ কুলাঙ্গার বলে ডাকে। এরা দেশের ভালো করার জন্য রাজনীতি তে আসেনি। 

৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রসঙ্গে নাসের রহমান বলেন, সে দেশ ছেড়ে কী একবার পালিয়েছে? না সে বহুবার পালিয়েছে। ১৯৮১ সালে ৩০ শে মে যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে চট্টগ্রামে নৃশংস ভাবে হত্যা করা হয় সেদিন আখাউড়া বর্ডার দিয়ে দেশে ছেড়ে তিনি বোরকা পরে ভারতে পালিয়েছিলেন। এর পর ওয়ান ইলেভেনেও দেশে ছেড়ে বিদেশে পালিয়েছিলেন। তিনি আবার দম্ভ করে বলতেন শেখ হাসিনা কখনো পালায় নাই, শেখ হাসিনা কখনো পালায় না। তাহলে ৫ আগষ্ট  কে দেশ ছেড়ে পালিয়েছিল?।

কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, এম এ মুকিত,আশিক মোশাররফ,বকসী মিসবাউর রহমান,হেলু মিয়া,মতিন বকস্, ফখরুল ইসলাম, আবুল কালাম বেলাল,স্বাগত কিশোর দাস, মনোয়ার আহমেদ রহমান, সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ,  আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম ও পৌর বিএনপি নেতা সরোয়ার মজুমদার ইমন। উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, এম এ হক, আব্দুর রহিম রিপন, গাজী মারুফ।  এদিকে কর্মী সমাবেশ যোগদিতে দুপুর থেকেই শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মী শ্লোগান টুপি ব্যানার নিয়ে কর্মী সমাবেশে যোগ দেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল নামায় কর্মীসভাটি শেষ পর্যন্ত জনসমাবেশে রূপান্তরিত হয়। 

বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.