সাবেক আইসিটি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টিকে দেখা গেছে বিএনপির
জনসভার মঞ্চে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি দ্রুতই ভাইরাল হয়ে গেছে। এতে চটেছেন বিএনপির
নেতাকর্মীরা।
গতকাল (৬
ডিসেম্বর) নাটোরের সিংড়ায় বিকেল ৪টায় সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির জনসভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম
রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ
আনোয়ারুল ইসলাম আনু। আনু সম্পর্কে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শশুর এবং তারই
ভাতিজি হলেন ডা. ফারজানা রহমান দৃষ্টি। পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন ফারজানা।
এই জনসভার মঞ্চেই তাকে দেখা যায়।
জানা গেছে,
বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ বিষয়টি নিয়ে বইছে সমালোচনার ঝড়। বিগত সরকারের আমলে ফারজানা
রহমান দৃষ্টি নির্বাচনী প্রচারণায় পলকের স্ত্রীর সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। শুধু
তাই'ই নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদের হাত থেকে গ্রহণ করেন
ইয়ং বাংলার অ্যাওয়ার্ড। এ ছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ডিজিটাল বাংলাদেশ দিবসের
অ্যাওয়ার্ড ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে জয়িতা অ্যাওয়ার্ড প্রদান
করেন।
এ বিষয়ে বিএনপির
নেতাকর্মীরা বলেন, ‘সাধারণ কর্মীরা গত ১৫ বছর নির্যাতিত হলেও এই সুবিধাবাদী লোকজন সব
সময় সুবিধায় থাকে। ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী
পলকের চাচাশ্বশুর হওয়ায় সুবিধাজনক অবস্থানে ছিলেন। তাই এখন আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত
ফারজানাকে বিএনপির বানানোর চেষ্টা করছেন আনোয়ারুল ইসলাম আনু।’
তবে সিংড়া
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘তাকে (দৃষ্টি)
কে মঞ্চে তুলেছে, সেটা আমি জানি না।’
এ বিষয়ে ফারজানা
রহমান দৃষ্টি বলেছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। শুক্রবার বিএনপির জনসভার
জন্য বিকালে তিনি কোনও যানবাহন না পাওয়ায় সিংড়া বাসস্ট্যান্ডের ক্লিনিক থেকে হেঁটে
হাসপাতালের পাশে তার চেম্বারে যাচ্ছিলেন। এ সময় তার পরিচিত কয়েকজন তাকে মঞ্চে ডাকলে
কিছু সময় সেখানে ছিলেন।