অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় ঐক্যের ডাক
দেবেন। সে লক্ষ্যে তিনি পর্যায়ক্রমে ছাত্র সংগঠন, প্রধান সব রাজনৈতিক দল এবং বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
সেই পরিক্রমায় আজ (৪ ডিসেম্বর) ড. মুহাম্মদ ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের
সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমি প্রবেশ করেছেন গণসংহতি আন্দোলনের
প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুরসহ আরও অনেকে।
আজ (৪ ডিসেম্বর)
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন।
এসময় উপস্থিত
ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণ সংহতি আন্দোলনের
প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, গণ
অধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুরসহ আরও বেশ কয়েকজন। ।
তালিকায় নাম
না থাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এসেও
ফিরে গেছেন।
প্রধান
উপদেষ্টার প্রেস সচিবের ভাষ্যমতে, আজ (৪ ডিসেম্বর) প্রধান
উপদেষ্টা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে এবং আগামীকাল (৫ ডিসেম্বর) বিভিন্ন
সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
তিনি
আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেবার উদ্দেশ্যে এই বৈঠকগুলো করবেন।