× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফরেন সার্ভিসে বিএনপির প্রতিনিধিদল

ডেস্ক রিপোর্ট

০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৯ পিএম । আপডেটঃ ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় ঐক্যের ডাক দেবেন। সে লক্ষ্যে তিনি পর্যায়ক্রমে ছাত্র সংগঠন, প্রধান সব রাজনৈতিক দল এবং বিভিন্ন  সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই পরিক্রমায় আজ (৪ ডিসেম্বর) ড. মুহাম্মদ ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে অংশ নিতে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন।

আজ (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকটি বিকেল ৪টায় শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাষ্যমতে, আজ ( ডিসেম্বর) প্রধান উপদেষ্টা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে এবং আগামীকাল ( ডিসেম্বর) বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেবার উদ্দেশ্যে এই বৈঠকগুলো করবেন।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.