× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসে মতলব উত্তরে আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট

০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১৪ পিএম । আপডেটঃ ০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১৫ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে মতলব উত্তরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকরহমান শো অন্যান্য আসামিরা খালাস পাওয়ার ঘটনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে গতকাল (৩ ডিসেম্বর) ছেংগারচর পৌর এলাকায় এই আনন্দ মিছিল হয়। মিছিলটি ঘনিয়ারপাড় থেকে শুরু হয়ে ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

আনন্দ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটিতে সভাপতিত্ব করেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সঞ্চালনা করেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

বক্তব্যে তিনি বলেন, বিজয়ের মাসে প্রথম দিনে আরেকটি বিজয়ের খবর এসেছে। বিগত দিনগুলোতে বিএনপি ন্যায়বিচার পায়নি। মিথ্যাভাবে আওয়ামী লীগ সরকারের সাজানো ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে, সব প্রত্যাহার এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল।

সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি . গনি তপাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হক ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম গাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.