আজ (২৮ নভেম্বর)
রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেছেন, দল-মত-ধর্ম
ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি।
তিনি আরও
বলেন, শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ
নিতে হবে।
জামায়াতে
আমির বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আগামীতে দেশ কীভাবে শান্তি-শৃঙ্খলার মধ্যদিয়ে নির্বাচনের দিকে এগুতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য কীভাবে করা যায়, প্রশাসনে কীভাবে গতি আনা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
দ্রব্যমূল্যের
ঊর্ধ্বগতি নিয়ে জামায়াত আমির বলেন, রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এসব
বিষয় নিয়ে আমরা পরামর্শ করেছি।
জাতীয়
ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। দেশের সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সব আলোচনায়
আমরা একমত হয়েছি। দেশের সব মানুষকে নিয়ে
দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এর জন্য জাতীয়
ঐক্য গড়ে তোলা প্রয়োজন। দল-মত-বর্ণ
নির্বিশেষে মতবিরোধ থাকবে কিন্তু জাতীয় স্বার্থে সবাই যেন একমত থাকতে পারি।
নির্বাচন
নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আজ কোনো আলোচনা
হয়নি।
বিভিন্ন
মহল থেকে ইস্কন নিষিদ্ধের কথা উঠেছে এই বিষয়ে আপনাদের
অবস্থান কী— জানতে চাইলে তিনি বলেন, শুধু ইস্কন না, যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।