× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামীতে মেধার ভিত্তিতে চাকুরি হবে, তদবিরে নয়ঃ এ্যানি

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি।

২৪ নভেম্বর ২০২৪, ১৯:৩৬ পিএম । আপডেটঃ ২৪ নভেম্বর ২০২৪, ১৯:৩৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা শুধু অবৈধ সরকারই নয়, মাদকেরও সরকার ছিলো। মাদক দিয়ে পাশ্ববর্তী দেশ ভারত ও আওয়ামীলীগ এজেন্সি নিয়ে এদেশকে ধ্বংস করতে চেয়েছে। ক্রীড়াঙ্গনকে জমজমাট করলে মাদক কাউকে স্পর্ষ করতে পারবে না।

আজ বিকেলে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে তাঁত, বস্ত্র, দেশীয় শিল্প ও পণ্য মেলা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সভানেত্রী পালিয়ে গেছে। কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। আইন কেউ হাতে না নিয়ে আইনের মাধ্যমে এসব দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামীতে মেধার ভিত্তিতে চাকুরি হবে, তদবিরে নয়। এদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী করতে হবে। এতে করে দেশ এগিয়ে যাবে। এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে। এটি আমাদের স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, জেলা শিল্পকলা একাডেমী,  জেলা স্টেডিয়াম ও ফুটবলের ব্যাপক উন্নয়ন করতে হবে।

লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে মেলায় বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের সাবেক পৌর মেয়র সাহাবুদ্দিন সাবু।

পরে মিষ্টি মুখ করে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.