× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্ষমতার বন্টন ও ভারসাম্য রক্ষা করতে হবে- আমির খসরু

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি।

২০ নভেম্বর ২০২৪, ১৬:২২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়ায় যার মাধ্যমে শেখ হাসিনার মতো দৈত্ব সৃষ্টি হয়েছে,সেই দৈত্ব যেন সৃষ্টি যেন না হয়। ক্ষমতার বন্টন ও ভারসাম্য রক্ষা করতে হবে। দুই বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না। এটা তারেক রহমানের নির্দেশ। আগামী দিনে বিএনপিকে জনগণ যদি রায় দেয় তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে। সেই সরকার ৩১দফা বাস্তবায়ন করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে এক জনসভায় বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত জনসভায় উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাবেক মন্ত্রী ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীরুল ইসলাম,সাবেক যুগ্ম সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ প্রমুখ।

জনসভায় জেলা ও উপজেলার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃত্ববৃন্দ উপস্থিত হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.