× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় খালাস

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি।

২৭ আগস্ট ২০২৪, ২০:১০ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানীর মামলা থেকে তাকে খালাস দিয়েছেন বিচারিক আদালত। সোমবার (২৭ আগস্ট) গোপালগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া গোপালগঞ্জ সি.আর ৫৯৪/১৪ মামলায় তাকে খালাস প্রদানের আদেশ দেন।

উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কুটুক্তি করায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ নিজে বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালতে তারেক রহমানের বিরুদ্ধে একটি মানহানীর মামলা দায়ের করেন। দীর্ঘ ১০ বছর পর সোমবার (২৭ আগস্ট) মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দেন বিজ্ঞ বিচারক।

অন্যদিকে, একই আদালতের বিচারক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস, এম জিলানী গং -দের ফৌজদারী কার্যবিধির ২৪৯ ধারায় টুঙ্গিপাড়া জি.আর ৬৬/২০১২ মামলা থেকে খালাস দিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.