× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বৈরশাসন করতে চাইলে ছাত্র জনতা তাদের প্রত্যাখান করবেই- ড. মঈন খান

শরীফ ইকবাল রাসেল

১৭ আগস্ট ২০২৪, ১৬:৩৩ পিএম

ছবিঃ শরীফ ইকবাল রাসেল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশ সৃস্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। যে আওয়ামীলীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবী করে, যে আওয়ামীলীগ স্বাধীনতার ধারক বলে দাবী করে, সেই আওয়ামীলীগ যখন বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংশ করে এক নায়কতন্ত্র কায়েম করে বছরের পর বছর বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করেছে। অন্যদিকে বাংলাদেশের ন্যায় নীতিকে ক্ষুন্ন করেছে। বাংলাদেশে জালেমের সরকার কায়েম করেছে। তার প্রতিবাদ করার জন্য এই তাহমিদ রাজপথে তার তাজা রক্তে ঢেলে দিয়ে শহীদ হয়েছে।

তিনি আরও বলেন, যে আদর্শের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল এখানে যত স্বৈরশাসকই আসুক, যারা গণতন্ত্রের নামে এক নায়কতন্ত্র কায়েম করেছে তাদেরকে পরাভূত করে ছাত্র জনতা গণতন্ত্র পূণ:প্রতিষ্ঠা করবেই করবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র জনতা বাংলাদেশের তথা কথিত কলুসিত রাজনীতিকে প্রত্যাখান করেছে।

আজ সকালে নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহত তাউহিদ এর কবর জিয়ারতকালে তিনি এ কথা বলেন।
মঈন খান সকালে তাউহিদ এর গ্রামের বাড়ি নরসিংদীর চিনিশপুরস্ত পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাউহিদের বাবার হাতে নগত অর্থ তুলে দেন।

এসময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, পলাশ উপজেলা যুদলের সভাপতি নিছার আহমেদ খান, সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ অন্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.