শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী চলমান আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কারণে সমগ্র জাতি আজ এক কঠিন সময় পার করছে। মাঝে-মধ্যে মনে হচ্ছে, এই সরকার থেকে মুক্তি বোধ হয় হাতের নাগালের মধ্যে। কিন্তু সেই মুক্তি এখনো অর্জন হয়নি। আপনারা (শিক্ষার্থীরা) ক্ষমতাসীনদের কথায় বিভ্রান্ত হবেন না। তারা বিভিন্নজনকে বিভিন্নভাবে আন্দোলন নস্যাৎ করার জন্য আপনাদের পেছনে লেলিয়ে দিয়েছে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ।
আজ (৪ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এমন অভিমত ব্যক্ত করেন তিনি।
আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যৌক্তিক দাবি থেকে এক সুতা পরিমাণও সরানো যাবে না। আমাদের ছাত্রসমাজ, আমাদের ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত এ জাতি কখনো মেনে নিবে না। যে বা যারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত করবে, তাদের অবশ্যই জনগণের সামনে জবাবদিহি করতে হবে।