× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৩, ১৮:৩৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলের চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে এ ঘোষণা দেন মহাসচিব মুজিবুল হক। 

বুধবার বিকেলে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

মুজিবুল হক বলেন, ‘নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। ভোটকেন্দ্রে এসে ভোটাররা ভোট প্রয়োগ করতে পারবেন।’ 

সংশ্লিষ্ট মহলের নাম উল্লেখ করতে চান না জানিয়ে জাপার মহাসচিব বলেন, ‘আমাদের আশ্বস্ত করেছে। তাদের এই আশ্বাসের কারণে, তাদের প্রতি আমাদের বিশ্বাস সৃষ্টি হওয়ার কারণে আমাদের মাননীয় চেয়ারম্যানের নির্দেশে তাঁর পক্ষ থেকে আপনাদের সামনে নির্বাচনে অংশগ্রহণ করার আনুষ্ঠানিক ঘোষণা করছি।’

তবে এবার কোনো জোটের মধ্যে না থেকে ৩০০ আসনেই জাপা এককভাবে প্রার্থী দেবে বলে উল্লেখ করে মুজিবুল হক বলেন, ‘এককভাবে নির্বাচন করার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটাই থাকবে। আমরা কারও সঙ্গে আসন সমঝোতার চিন্তা করছি না। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেই আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করব।’ 

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতি করে। কোনো ভাঙচুর, নির্যাতন, দুর্নীতির রাজনীতি জাতীয় পার্টি করে না। তবে অনেক দলের এমন ইতিহাস আছে।’

জাপা মহাসচিব জানান, আজ বেলা তিনটা পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৷ অনেক আসনে একাধিক ফরম তোলা হয়েছে। তবে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.