× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর ধোলাইখালে বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৫ পিএম

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পুরান ঢাকার ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এ সমাবেশে শুরু হয়। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এসময় তারা সমাবেশে অংশ নিয়ে স্লোগান দিতে থাকেন।

তিনটি পিকআপে করা হয়েছে ভ্রাম্যমাণ মঞ্চ। এ সমাবেশে যোগ দিতে বেলা ১১টা থেকেই মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সমাবেশ কেন্দ্র করে ধোলাইখাল, রায়েরশাহ বাজার, কোট কাচারি, নয়াবাজার, দয়াগঞ্জে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.