× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘হাসপাতালে গেলে নিঃস্ব হয়ে ফিরছে মধ্যবিত্তরা’

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২১ এএম

মধ্যবিত্তের কেউ এখন হাসপাতালে গেলে তাকে নিঃস্ব হয়ে ফিরতে হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে না। এসবের পরিবর্তন করা প্রয়োজন। এগুলোর পরিবর্তন সম্ভব।’

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরকারের পদত্যাগ চেয়ে নাগরিক নারী ঐক্য আয়োজিত এক সমাবেশে মাহমুদুর রহমান এ কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, ‘সরকার যদি নিয়মিতভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারে, তবে তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। সরকার নিজে দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে কেন ক্ষমতায় আছে?’

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে পড়াশোনার একটা মান ছিল, কিন্তু এখন শিক্ষার কোনো মান নেই, অভিযোগ করে মাহমুদুর রহমান বলেন, ‘এখন তিন–তিনটা পরীক্ষায় থার্ড ক্লাস পাওয়ার পরও বিশ্ববিদ্যালয়শিক্ষক হওয়া যাচ্ছে, সচিব হয়ে যাচ্ছে।’

নাগরিক ঐক্যের সভাপতি আরও নানা বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন। যেমন তিনি বলেন, ‘কেউ সরকারের বিপক্ষে কথা বলতে চাইলে তার টুঁটি চেপে ধরা হয়। এরপরও কেউ কথা বলতে চাইলে তাদের ক্রসফায়ারে দেওয়া হয়। কিন্তু এখন তাদের ওপর অদৃশ্য ক্রসফায়ার চলছে।’

সবাই বর্তমান সরকারের বিদায় চাইছে দাবি করে মাহমুদুর রহমান বলেন, ‘এই সরকার এমনি এমনি যাবে না। তাদের টেনে নামাতে হবে। আর এবার যদি আমরা নামি, তারা পালাতে পারবে না।’ তিনি বলেন, ‘এই সরকার নিশ্বাস নিতে পারছে না। তারা পালিয়ে যাবে, তা হবে না। তাদের বিচার করা হবে। যারা দুর্নীতি করে, মানুষকে সুলভ মূল্যে খাবার দিতে পারে না, এমন সরকার মানুষ চায় না।’

নারী ঐক্যের সংগঠক স্বপ্না আক্তারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক সাংসদ এস এম আকরাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, যুব ঐক্যের সমন্বয়ক কবীর হাসান, নারী ঐক্যের সদস্যসচিব ফেরদৌসী আক্তার, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাব, পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.