দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো মূল্যে ষড়যন্ত্রকারী অশুভ শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী।
গত মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) স্থায়ী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এস ব কথা বলেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তান ও বাংলার মুক্তিকামী মানুষের মাঝেই সীমাবদ্ধ ছিলো না। কিছু দেশ প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিলো।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডসহ বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের ব্যাপক গুরুত্ব রয়েছে। এই কারণে বৃহৎ শক্তিগুলোর নজর বাংলাদেশের দিকে। নানা কৌশলে বাংলাদেশকে ব্যবহার করে তারা তাদের নিজ স্বার্থ উদ্ধার করতে চায়।
আল্-হাসানী মাইজভাণ্ডারী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী দৃঢ়চেতা মনোভাব প্রশংসার দাবি রাখে। তিনি বৃহৎ শক্তিগুলোর সাথে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করে আসছেন। নানামুখি ষড়যন্ত্রের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, কূটনৈতিক সফলতার কারণেই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর যেকোনো পদক্ষেপের সাথে বাংলাদেশ সুপ্রিম পার্টি একমত রয়েছে।
তিনি জানান, রাজনৈতিক স্বার্থে দেশের বিরুদ্ধে অবস্থান আত্মঘাতী হবে।
সভায় বিএসপির জাতীয় স্থায়ী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আকন্দ, মুফতী গোলাম মহি উদ্দীন লতিফী, মো. ইব্রাহিম মিয়া, মো. আবুল কালাম আজাদ, এটিএম সামশুল আলম বকুল, মিরানা জাফরিন চৌধুরী প্রমুখ।