বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ বাজেট পর্যালোচনায় বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে, দেশীয় শিল্পের সুরক্ষা ও প্রসারের দিকটি বিবেচনা করেছে। তথ্যপ্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে ৮০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেয়ার কথা বলা হয়েছে। কৃষিখাতে যন্ত্রপাতিতে কর ছাড় দেয়া হয়েছে, যথেষ্ট ভর্তুকি রাখা হয়েছে। এ উদ্যোগকে বাংলাদেশ সুপ্রিম পার্টি ইতিবাচক হিসেবে দেখছে।
বাজেট ঘাটতিও বেশি : ২,৬১,৭৮৫ কোটি টাকা। এ ঘাটতি পূরণে দেশীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে। এমনিতেই দেশের ব্যাংক খাত চাপে রয়েছে। বিদেশী ঋণের বোঝাও বাড়তে পারে। খেলাপি ঋণ মাত্রাতিরিক্ত। বাজেটের ঘাটতি পূরণে ব্যাংক খাত বড় পরিমাণ অর্থ দিলে বিনিয়োগ হ্রাস পেতে পারে। রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জিং।