× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়াকে ‘দেখভাল’ করতে ঢাকায় পুত্রবধূ শর্মিলা

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২৩, ০৮:৪৬ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখভালের জন্য মালয়েশিয়া থেকে গুলশানের ফিরোজা বাসভবনে এসেছেন তার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান।

গতকাল মঙ্গলবার রাত ১১টার পর খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে প্রবেশ করেন শর্মিলা। এসময় তার সঙ্গে শিমু নামে তার এক বান্ধবী ছিলেন। 

বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে এবার ঈদ করবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা। তবে বিএনপির মিডিয়া সেল এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।

সূত্রমতে, শর্মিলী রহমান জিয়া পরিবারের সদস্য হলেও রাজনীতিতেও তিনি প্রভাব রাখেন। বিশেষ করে দলীয় পদ পদবী এবং নির্বাচনে মনোনয়নের ব্যাপারে তিনি ভূমিকা রাখেন। এবার এসে তিনি কী ব্যাপারে কথা বলেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বৃদ্ধ শাশুড়ির সেবা শুশ্রুষা করতে দেশে এসেছেন বলে সূত্রের দাবি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.