সোমবার ছিল পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের আগমনে পলাশ বনেও লেগেছে আগুন। বসন্তের রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে ভালোবাসা দিবস এবং আন্তজার্তিক মাতৃভাষা দিবস। এ তিনটি দিবসকে ঘিরেই রাজধানীসহ সারাদেশে বেড়েছে ফুলের কদর। বসন্ত ও ভালোবাসা দিবসের আকর্ষণই ফুল। রাজধানী প্রাণকেন্দ্র শাহবাগ ফুলের বৃহৎ মার্কেটে পড়েছে এর প্রভাব। মার্কেটে স্থায়ী দোকান ছাড়াই রাস্তায় কেউ ভ্যান, কেউ সাইকেল বা ঝুড়ির মধ্যে ফুল রেখে ব্যবসায়ীদের সঙ্গে ফুলের দাম নিয়ে হাক-ডাকে ব্যস্ত। এ তিনটি দিবস ঘিরে গত দুদিন ধরে ফুলের চাহিদা বাড়তি থাকায় পাইকারী ব্যবসায়ীরা অন্যান্য দিনের চেয়ে বেশি ফুল কিনছেন। একইসঙ্গে বেশি দাম পাওয়ায় ফুলচাষিরাও বাজারে দ্বিগুণ ফুল সরবরাহ করছেন।