গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি ন্যাশনাল, মাল্টি মিডিয়া ও মাল্টি কালচারেল এর বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের শাহজালাল বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে রোববার (২১ শে ডিসেম্বর) দুপুর ১২ টা ১ মিনিটে সময় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
কার্ডিফ বাংলা স্কুল কমিটির ভাইস- চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর এর সভাপতিত্বে এবং কার্ডিফ বাংলা স্কুলের জেনারেল সেক্রেটারি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের চেয়ারম্যান
এস এ রহমান মধু, সাবেক চেয়ারম্যান আনা মিয়া, জেনারেল সেক্রেটারি কাওসার হোসেন, হাফিজ রাকিব হাসান,মোহাম্মদ মুজিব মিয়া, আবদাল মিয়া, আব্দুল মুমিন, এম এ মান্নান ও স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত বক্তব্য
রাখেন।
সভায় মুক্তিযুদ্ধে শহীদানদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের সহকারী ঈমাম হাফিজ রাকিব হাসান।
এই আয়োজনটি শুধুমাত্র একটি দিবস পালন নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে, যা তাদের দেশ গঠনে উদ্বুদ্ধ করে বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা বাঙালি জাতির সর্ব শ্রেষ্ট অর্জন এ বিজয় আমাদের অহংকার, মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বেড়ে ওঠা নব প্রজন্মের মধ্যে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।