ছবি: সংবাদ সারাবেলা।
স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা দেশ-বিদেশের বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে বিজয়ের মাসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো তাঁতবাড়ি প্রেজেন্টস ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" (সিজন-৫) অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পর্যটন কর্পোরেশনে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর উদ্যোগে ও আর. এস ইভেন্ট মিডিয়ার ইভেন্ট ব্যবস্থাপনায় এই অ্যাওয়ার্ড শো ও মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন, তাঁতবাড়ি ফ্যাশনের ফাউন্ডার ও এমডি মোঃ আসাদুজ্জামান, ইউএস বাংলার জিএম মোঃ কামরুল ইসলাম, স্টাইলবাড়ির সিইও মোঃ উমর ফারুক, ব্যাংকার ও লেখক রিফাত মাহবুব সাকিব, জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, নাট্যকার জিনাত হাকিম, দৈনিক নিরপেক্ষর প্রকাশক ও সম্পাদক সবুজ মুন্সী, আন্তর্জাতিক জুয়েলারি ডিজাইনার তাসনুভা খান, ব্যবসায়ী আব্দুল নূর ।
অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের নিয়ে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সহযোগিতাকারী সকল স্পন্সর, পার্টনার ও সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ময়ূরপঙ্খীর সামনের ইভেন্টগুলোতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষভাবে ধন্যবাদ জানাই সম্মানিত সকল অতিথি, শিল্পী, কলা-কুশলী, সাংবাদিক, গণমাধ্যম-কর্মী ও দর্শকদের যাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছে।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করা হয় জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন, চিত্রনায়ক শাকিল খান, অভিনেত্রী রুনা খান, সামন্তী সৌমি, ক্যোরিওগ্রাফার গৌতম সাহা, ব্রান্ড প্রমোটার বারিশা হক, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, শিরিন শিলা, রাজ রিপা, তানহা তাসনিয়া, ক্রিকেটার হান্নান সরকার, উদ্যোক্তা রাফিন কিবরিয়া, বেলাল হোসেন, জিনাতারা তন্বী, ক্যামেলিয়া নিশান, সালমা জিলানী, মাহমুদ নোবেল, শিল্পী সোহেলী সুলতানা, ডিজে নাইরা, সাংবাদিক আল কাছির, পান্থ আফজাল, শাহীন আলম জয়, নবুয়াত রহমান, জয় ই বুলবুল, মোঃ শাহাদাত হোসেন নিশাদ, নেওয়াজ মোর্শেদ শুভ, জেবুন নেছা, সালমান পার্সি, উপস্থাপক রোজাতুল জান্নাত, কনটেন্ট ক্রিয়েটর রাহানা রাখি, ব্যবসায়ী মেহরাব আলী, রোকশানা নিহা, ইশরাত জাহান, জেআই খান আরিয়ান, এস.এম মাহবুব-উল আলম শুভরাজ, তানিশা আক্তার শিলা, ফটোগ্রাফার দিয়া আহসান, সবুজ রয়, যাদুশিল্পী রাশেদ সিকদার, ডাঃ এজাজ উদ্দিন, মোঃ তানভীর সাজ্জাদ, কাওছার আক্তার, আদরিজা আফ্রিন সিনথিয়া, সালাউদ্দিন স্বপন, সংগীতশিল্পী জাহিদ অন্তু, এস আই সুমন, সুমী রানী ইকবাল বিন আনোয়ার ডন, ডাঃ মোঃ হোসাইন আলম, শিশুশিল্পী অনাহিতা রহমান সোহা, পূর্ণতা, রিয়াজ অর্ক, রুমি করিম, শিরিন আক্তার, আল নোমান সহ আরো অনেকে । অনুষ্ঠানে নাচ, গান, যাদু ও আকর্ষণীয় ফ্যাশন শো অনুষ্ঠিত হয় ।
চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, বিজ্ঞাপন, খেলাধুলা, রাজনীতি, আইন-শৃঙ্খলা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা, রন্ধনসহ বিভিন্ন সেক্টরের তারকা বন্ধুদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এছাড়া মহান মুক্তিযুদ্ধে ও জুলাই অভ্যুথানে শহীদদের স্মরণে দোয়া ও নীরবতা পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
