× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন ইলেক্ট্রো মার্টের নুরুল আফছার

২৪ নভেম্বর ২০২৫, ২০:১৩ পিএম

‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কার পেয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল আফছার। বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ইলেকট্রনিকস শ্রেণিতে তিনি এ পুরস্কার পেয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

দেশের ব্যবসা খাতের শীর্ষ নির্বাহীদের সম্মাননা প্রদান ও তাদের সাফল্য উদযাপনে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বিজ্ঞপ্তিতে ইলেক্ট্রো মার্ট গ্রুপ জানিয়েছে, ৩০ বছরের বেশি সময় ধরে ইলেকট্রনিকস খাতে যুক্ত রয়েছেন নুরুল আফছার। তিনি উদ্ভাবনী, অংশগ্রহণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ ও দেশের ইলেকট্রনিকস খাতকে সমৃদ্ধ করেছেন। তার দূরদর্শী নেতৃত্বে ইলেক্ট্রো মার্ট গ্রুপ বাংলাদেশের ইলেকট্রনিকস শিল্পে নতুন উচ্চতায় পৌঁছেছে। নিয়মিত বাজার গবেষণা, পণ্য উন্নয়ন, নিত্যনতুন বিপণন কৌশল গ্রহণ ও ইলেকট্রনিকস পণ্যে বৈচিত্র্য আনার কাজ করছেন তিনি। এ ছাড়া তার নেতৃত্বে বিশ্বের শীর্ষস্থানীয় কনকা ও গ্রি ইলেকট্রনিকস পণ্যের জন্য কারখানা স্থাপন, বাজার সম্প্রসারণ ও দক্ষতা বৃদ্ধির ফলে ইলেক্ট্রো মার্ট টেকসই উন্নতি অর্জন করেছে।
সি-স্যুট অ্যাওয়ার্ডস পাওয়ার পর মো. নুরুল আফছার বলেন, ‘এই অ্যাওয়ার্ড পেয়ে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.