মার্কেন্টাইল ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সচেতনতা প্রোগ্রাম গতকাল বুধবার (১৯ নভেম্বর ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক জনাব এ. কে. এম. গোলাম মাহমুদ, বিএফআইইউ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ারুল হক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক জনাব সাজ্জাদ হোসেন এবং যুগ্ম পরিচালক জনাব রাজীব হাসান। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য এই বিশেষ মানি লন্ডারিং সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব এম. এ. খান বেলাল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক জনাব ড. মোঃ রেজাউল কবির, পরিচালক জনাব এ. এস. এম. ফিরোজ আলম ও জনাব আলহাজ¦ মোশাররফ হোসেন, স্বতন্ত্র পরিচালক জনাব ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউল হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো জনাব শামীম আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাকির হোসেন, জনাব অসিম কুমার সাহা ও জনাব ড. মোঃ জাহিদ হোসেন, সিএফও জনাব ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি ও চিফ ক্রেডিট অফিসার জনাব মোঃ সোহেল খুরশীদ, ইভিপি ও ডিক্যামেলকো জনাব আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ হারুন এবং কোম্পানি সচিব জনাব মোহাম্মদ রেজাউল করিম সহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ।