চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে ১১ কোটি ১৩ লাখ ডলার বিনিয়োগ করবে দেশি-বিদেশি চারটি প্রতিষ্ঠান। তারা জুতা, চামড়া প্রক্রিয়াজাত ও তৈরি পোশাক খাতের সরঞ্জাম উৎপাদনে শিল্পকারখানা এবং পণ্য পরীক্ষাগার স্থাপনে এই বিনিয়োগ করবে। এতে সাড়ে সাত হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বেপজা। এর মধ্যে তিনটি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন। এগুলো চীন, সিঙ্গাপুর ও চীন-সিঙ্গাপুরের যৌথ মালিকানাধীন। অন্যটি বাংলাদেশি প্রতিষ্ঠান। গতকাল রাজধানীর গ্রিন রোডে বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর চুক্তিতে সই করেন। অন্যদিকে তাই মা শুজ (বিডি) কোম্পানির চেয়ারম্যান লিয়াও ওয়েইজুন, বাংলাদেশ সংশিন লেদার কোম্পানির মহাব্যবস্থাপক ঝাং গুয়াংজিন, অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানির মহাব্যবস্থাপক হু জিনলিন, র্যাপটক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মোর্শেদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চারটি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগটি চীনের তাই মা শুজ (বিডি) কোম্পানির। তারা পাঁচ কোটি ৫১ লাখ ডলার বিনিয়োগে একটি জুতা তৈরির কারখানা স্থাপন করবে। কারখানাটিতে বছরে ৭০ লাখ জোড়া জুতা উৎপাদিত হবে। পাঁচ হাজার ৯০০ জনের কর্মসংস্থান হবে। এ ছাড়া সিঙ্গাপুরের বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি আড়াই কোটি ডলার বিনিয়োগে চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা করবে। প্রতিষ্ঠানটি ক্রাস্ট লেদার থেকে বছরে তিন কোটি ৬০ লাখ বর্গফুট ফিনিশড লেদার উৎপাদন করবে। এতে পাঁচ শতাধিক মানুষের কর্মসংস্থান হবে।
চীন-সিঙ্গাপুর মালিকানাধীন অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি দুই কোটি ডলার বিনিয়োগ করে একটি সেবামুখী পরীক্ষাগার স্থাপন করবে। এটি বেপজা অর্থনৈতিক অঞ্চলের শিল্পকারখানায় উৎপাদিত পণ্য ও কাঁচামালের মান পরীক্ষার সুবিধা প্রদান করবে। এতে ৭৭০ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া বাংলাদেশি প্রতিষ্ঠান র্যাপটক্স ইন্ডাস্ট্রিজ এক কোটি ১২ লাখ ডলারের বিনিয়োগে তৈরি পোশাক শিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদন করবে। এতে কর্মসংস্থান হবে ৪৫৭ জনের।
নতুন বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিতে সার্বক্ষণিক সহায়তা দেওয়া হবে। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে সেবাদান পদ্ধতি ক্রমাগত আধুনিকায়ন করা হচ্ছে। নতুন প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নির্মাণকাজ করে রপ্তানি কার্যক্রম শুরুর তাগিদ দিয়ে তিনি বিনিয়োগকারীদের ইলেকট্রনিক্স খাতে বিনিয়োগের জন্য আহ্বান জানান।
এ সময় বেপজার অধীন আসন্ন দুটি নতুন ইপিজেডকে (যশোর ও পটুয়াখালী ইপিজেড) বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান সংস্থাটির সদস্য মো. আশরাফুল কবীর।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
