মিডল্যান্ড ব্যাংক পিএলসি পরিবারের পক্ষ থেকে বিগত ২৭.১০.২০২৫ তারিখে মেট্রোরেল পিলারের বেয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত মরহুম আবুল কালাম এর পরিবারকে ১৫.০০ (পনের) লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রান করা হয়েছে। ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ব্যাংকের ইসলামি ব্যাংকিং ফান্ড হতে ০৫.০০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রান করে। অবশিষ্ট ১০.০০ লক্ষ টাকা মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে প্রদান করা হয়। ৬ই নভেম্বর, ২০২৫ ইং তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরহুম আবুল কালাম এর সহধর্মিনী মিসেস আইরিন আকতার প্রিয়া’র নিকট আর্থিক সহায়তার প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোঃ আহসান-উজ জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান হিসাব কর্মকর্তা দিদারুল ইসলাম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ সাকিবুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রদেয় আর্থিক সহায়তার অর্থে মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ হতে মরহুম আবুল কালাম এর নাবালক সন্তান আবদুল্লাহ আবরার (৪ বছর) এবং পারিশা মারিয়াম সুরা (৩ বছর) এর নামে ব্যাংকের ইসলামি ব্যাংকিং উইন্ডো মিডল্যান্ড ব্যাংক সালাম এর আওতায় প্রতিটি ৭.৫০ লক্ষ টাকা সমমূল্যের দুইটি মাসিক মুনাফা জিম্মাার আমানত হিসাব খোলা হয়, যার প্রাপ্ত মুনাফা হতে প্রতি মাসে তারা তাদের পারিবারিক বিভিন্ন ব্যয় পরিচালনা করতে পারবে। - বিজ্ঞপ্তি