ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম তত্ত্বাবধান এবং পরিচালনার জন্য অন্যান্য অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর হলেন- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, যুগ্ম পরিচালক মোহাম্মদ ফয়সল খান ও মোঃ ওমর ফারুক এবং ডেপুটি চীফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার বিশ্বজিৎ কুমার দে।
৫ নভেম্বর ২০২৫, বুধবার দায়িত্ব গ্রহণের পর প্রশাসক টিম তাৎক্ষণিকভাবে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার ব্যাংকের লেনদেনসহ সার্বিক কার্যক্রম স্বাভাবিক করার ঘোষণা দেন। তিনি ব্যাংকের কর্মকর্তাদের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তাদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে ব্যাংককে এগিয়ে নেয়ার পরামর্শ দেন। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়াসহ বিভাগীয় প্রধান ও অন্যান্য নির্বাহীগণ উপস্থিত ছিলেন।