আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সময়ের উদ্যোগে শনিবার (১ নভেম্বর) এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে দ্য আইডিয়াস চ্যালেঞ্জ-০২৫ প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল ‘আইডিয়াস দ্যাট চেঞ্জ লাইভস অ্যান্ড শেপ দ্য ফিউচার’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপদেষ্টা ও ভারপ্রাপ্ত ডিন (ব্যবসায় প্রশাসন অনুষদ); প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ খান; ক্লাব মেন্টরবৃন্দ, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, ক্লাব সদস্য এবং শিক্ষার্থীরা। এবারের প্রতিযোগিতায় সারা দেশের মোট ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কিত যুব কর্মসংস্থান ও লিঙ্গ বৈষম্য, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো ও উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নানা সৃজনশীল প্রকল্প ও পোস্টার উপস্থাপন করেন। দিন শেষে বিচারকদের রায়ের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘দ্য আইডিয়াস চ্যালেঞ্জ-২০২৫’ শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বিকাশের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও অবদানের ধারণা সমৃদ্ধ করতে এবং পারস্পরিক শেখার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।