বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস’র শিক্ষার্থীদের নিয়ে “ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ আয়োজন করেছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) এনএসইউ-এর অডিটোরিয়ামে (অডি-৮০১) এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।
এনএসইউ-এর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকনোমিকস-এর ডীন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিচালক (ভর্তি কার্যক্রম) ড. নূরুল কবির, বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিনসহ বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনএসইউ ফাইন্যান্স ক্লাবের সদস্য তাশফিয়া ও রিজভী। বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, প্রভাষক ফাইমা আক্তার, প্রভাষক মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।
তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপনের নিমিত্ত ‘গ্রাহক সেবা পক্ষ’ উপলক্ষে বিআইসিএম পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে এনএসইউ এর শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম-এর এ আয়োজন।