১৩ই অক্টোবর ২০২৫ ইং তারিখে আপনার বহুল প্রচারিত সংবাদ সারাবেলা (অনলাইন নিউজ পোর্টালে) “ঢাকা এলজিইডি’র দুর্নীতির একক রাজা বাচ্চু মিয়া” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। অসত্য, একপেশে ও মনগড়া যে প্রতিবেদন প্রকাশ করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।
স্বনামধন্য এই সংবাদ সারাবেলা (অনলাইন নিউজ পোর্টালে) সততা ও বস্তনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য যথেষ্ঠ সুনাম রয়েছে। শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি পাঠকের কাছে এলজিইডি, জেলা- ঢাকাকে ভুলভাবে উপস্থাপন করেছেন। তা ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহল হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এবং এলজিইডি, জেলা- ঢাকার উন্নয়নমূলক কার্যক্রম ব্যহত করার নিমিত্তে এ সকল মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সর্বোপরি প্রকাশিত প্রতিবেদনটি অসম্পূর্ণ অনুসন্ধান ও ভুল শব্দ চয়নের কারণে বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং এলজিইডি, জেলা- ঢাকা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যা সামঞ্জস্যপূর্ণ নয়।
এ বিষয়ে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নস্বাক্ষরকারী কখনো ফ্যাসিবাদী আওয়ামী লীগ সংগঠন করেননি এবং জড়িত ছিল না। আয়কর রিটার্ন নিয়মিত দাখিল করেন। অফিসের দরপত্র আহবান বিল পরিশোধ ও কাজের গুণগতমান বজায় রেখে যথাযথ নিয়ম অনুসরণ পূর্বক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। যা এলজিইডিসহ বিভিন্ন মহলের নিকট প্রশংসনীয়।
এমতাবস্থায়, স্বনামধন্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আপনার সংবাদ সারাবেলা (অনলাইন নিউজ পোর্টাল) সুপরিচিত হওয়া সত্তেও গত ১৩ই অক্টোবর ২০২৫ ইং তারিখে প্রকাশিত যে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি এবং প্রতিবাদ লিপিটি প্রচারের অনুরোধ জানাচ্ছি। সর্বোপরি পাঠকের নিকট তথ্য উপস্থাপনের জন্য অনুরোধ করা হলো।
নির্বাহী প্রকৌশলী
এলজিইডি, জেলা-ঢাকা।