× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ন্যাশনাল পলিসি কমপিটিশন ২০২৫ এনএসইউ চ্যাপ্টার-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটি ল’ অ্যান্ড মুটিং সোসাইটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডি ৮০১-এ দর্শকপূর্ণ হলে সফলভাবে ন্যাশনাল পলিসি কমপিটিশন ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে আয়োজন করে। এ অনুষ্ঠানটি নর্থ সাউথ ইউনিভার্সিটি চ্যাপ্টার কর্তৃক “ফেস্টিভ্যাল অব ইউথ ২০২৫”-এর অংশ হিসেবে আয়োজন করা হয়, যা জুলাই আন্দোলনের প্রথম বার্ষিকীকে স্মরণ করে উদযাপিত হয়।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নীতি, উন্নয়ন ও নেতৃত্ব নিয়ে অর্থবহ আলোচনায় সম্পৃক্ত করা। এটি তরুণ মেধাবীদের জন্য জাতীয় নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অবদান রাখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়, এরপর স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মানবিক ও সমাজবিজ্ঞান স্কুলের ডিন এবং আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। সকালের সেশনে ফাইনালিস্ট দলগুলো তাদের উদ্ভাবনী, গবেষণামূলক এবং বাস্তবভিত্তিক সমাধানসমৃদ্ধ নীতিপত্র উপস্থাপন করে, যা মূল্যায়ন করেন একদল সম্মানিত বিচারক।

উপস্থাপনা শেষে বিচারকরা অংশগ্রহণকারীদের বিশ্লেষণী গভীরতা, সৃজনশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। বিশেষভাবে তারা প্রস্তাবিত নীতিসমূহের মৌলিকতা এবং বাস্তবজীবনে প্রযোজ্যতাকে গুরুত্ব সহকারে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত (উপদেষ্টা মর্যাদাসম্পন্ন) জনাব লুফতে সিদ্দিকী। তিনি বলেন, “কোনো তথ্য-প্রমাণকে উপেক্ষা করে যদি সেটিকে আমাদের নিজস্ব ধারণা হিসেবে উপস্থাপন করা হয়, তবে তা ভুল তথ্য বা বিভ্রান্তি তৈরি করতে পারে”। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মাহবুব-উল-আলম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত আজীবন প্রতিষ্ঠাতা সদস্য জনাব বেনজির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার অধ্যাপক আবদুর রব খান। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ল’ অ্যান্ড মুটিং সোসাইটি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এ আয়োজনের জন্য অভিনন্দন জানান।

গ্র্যান্ড ফিনালে বিজয়ী দলগুলোর নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়। বিজয়ী দলগুলো তাদের অসাধারণ বিশ্লেষণী দক্ষতা এবং নীতি আলোচনায় অর্থবহ অবদানের জন্য স্বীকৃতি পায়। এ বছরের চ্যাম্পিয়ন ছিল ট্রাইলেক্স (TriLex), প্রথম রানার-আপ ইঙ্ক অ্যান্ড ইমপ্যাক্ট (Ink and Impact) এবং দ্বিতীয় রানার-আপ ছিল দ্য লিটিগেশন উইজার্ডস (The Litigation Wizards)। সমাপনী বক্তব্যে চেয়ার সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের সফল অনুষ্ঠান আয়োজনের জন্য অভিনন্দন জানান।

এ প্রতিযোগিতা আবারও প্রমাণ করল যে, নর্থ সাউথ ইউনিভার্সিটি একাডেমিক শিক্ষা ও বাস্তবভিত্তিক উচ্চ-প্রভাবসম্পন্ন অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ—যা এই বছরের শুরুতে দেশের প্রথম ন্যাশনাল মক ট্রায়াল কমপিটিশনের সফল আয়োজনেও প্রতিফলিত হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি ল’ অ্যান্ড মুটিং সোসাইটি (NSULMS) সম্পর্কে:

NSULMS বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষার্থী সংগঠন, যা আইন শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের উন্নয়নে নিবেদিত। প্রতিযোগিতা, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে এটি দেশের ভবিষ্যৎ আইনজীবী ও নীতি-নেতৃত্ব তৈরি করতে কাজ করছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.