হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর আয়োজনে সদ্য নিয়োগপ্রাপ্ত মেডিকেল প্রতিনিধিদের প্রশিক্ষণ শেষে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান ১৮ই সেপ্টেম্বর ২০২৫; বৃহস্পতিবার, রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগপ্রাপ্ত নতুন মেডিকেল প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, হামদর্দ একটি আদর্শ ও মানবকল্যানমূলক প্রতিষ্ঠান। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। আপনারা পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে কাজ করে হামদর্দকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, পরিচালক অর্থ ও হিসাব মো. নাজমুল করিম এফিসিএ, পরিচালক ক্রয় মোহাম্মদ শরীফুল ইসলাম, উপ-পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরী ।
উপস্থাপনা করেন পরিচালক প্রশাসন ও কোম্পানি সেক্রেটারি এবং পরিচালক মানবসম্পদ উন্নয়ন (অ.দা) মো. আবদুল মজিদ।