× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লিড্ ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

২০ আগস্ট ২০২৫, ১৩:৪৭ পিএম

সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর আয়োজনে সাউথইস্ট ব্যাংক পিএলসি, লিড ব্যাংক হিসেবে "মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ" শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে যেখানে নারায়নগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর পরিচালক জনাব মোঃ মোস্তাকুর রহমান। সাউথইস্ট ব্যাংক পিএলসি এর উপ-ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাশেদুল আমিন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ক্যামেলকো জনাব খোরশেদ আলম চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নারায়নগঞ্জ জেলায় অবস্থিত ৫৩ টি তফসিলি ব্যাংকের ১৩০ জনের অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মকর্তাবৃন্দ বিএফআইইউ এর রিসোর্স পার্সনদের পরিচালনায় ০৪ টি অত্যন্ত প্রাঞ্জল ও অংশগ্রহণমূলক সেশন উপভোগ করেন। সেশনগুলো পরিচালনা করেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ রেজওয়ানুর রহমান; যুগ্ম পরিচালক জনাব মোঃ হাফিজুর রহমান খান এবং যুগ্ম পরিচালক জনাব আ.ন.ম কলিম উদ্দিন হাসান তুষার। উক্ত কর্মশালায় মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে, একটি আকর্ষনীয় কুইজ প্রতিযোগীতা পরিচালনা করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.