× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে জাম্বিয়ার কনস্যুলেটকে বিশেষায়িত ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

১৭ মে ২০২৫, ১৭:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশে জাম্বিয়া প্রজাতন্ত্রের কনস্যুলেটকে কাস্টমাইজড ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে দেশটির কনসুলেট অফিসের সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।  

১৪ মে ২০২৫ শেরাটন ঢাকায় ‘জাম্বিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম-ঢাকা ২০২৫’-এ জাম্বিয়া প্রজাতন্ত্রের কনস্যুলেট অফিস উদ্বোধন অনুষ্ঠানে কনস্যুলেটের সাথে ব্র্যাক ব্যাংক এই চুক্তি সম্পন্ন করে।

জাম্বিয়া সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিনিয়োগ ও শিল্পায়নের স্থায়ী সচিব ক্রুসিভিয়া সি. হিচিকুম্বার নেতৃত্বে দেশটির একটি সরকারি প্রতিনিধিদলের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশে জাম্বিয়া প্রজাতন্ত্রের কনসাল জেনারেল ড. মোহাম্মদ জায়েদ আলম এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশের এক্সপোর্ট প্রোমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান অ্যান্ড সিইও মো. আনোয়ার হোসেন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড আরিফ চৌধুরী।
এই চুক্তির আওতায় জাম্বিয়ার এই কূটনৈতিক কার্যালয় ব্র্যাক ব্যাংকের সাথে উপভোগ করবেন ব্যাংকটির বিশেষায়িত ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন। আর প্রযুক্তিগতভাবে আধুনিক এই ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম - কর্পনেট - গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, “জাম্বিয়ার কনস্যুলেটকে ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে চুক্তি করতে পেরে আমরা বেশ আনন্দিত ও সম্মানিত। এই চুক্তি আমাদের দুই দেশের মধ্যে শিল্প, বাণিজ্য এবং বিনিয়োগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্র্যাক ব্যাংকে আমরা উৎকর্ষতা, উদ্ভাবন এবং সর্বোচ্চ সেবার মান বজায় রেখে গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.