× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাব ও এক্সিম ব্যাংক এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

২০ এপ্রিল ২০২৫, ১৭:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

হজ এজেন্সিস অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সাথে সংশ্লিষ্ঠ বিভিন্ন হজ এজেন্সিগুলোকে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্যে হাব ও এক্সিম ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হাবের কেন্দ্রীয় অফিসে উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন এবং হজ এজেন্সিস অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সায়েদ গোলাম সারোয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শরীআহ্ সেক্রেটারিয়েট এর প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন নির্বাহীবৃন্দ।

এই চুক্তি স্বাক্ষরের ফলে পবিত্র হজ ও ওমরাহ যাত্রীবৃন্দ দেশব্যাপী এক্সিম ব্যাংকের ১৫৫ টি শাখা এবং ৭৩ টি উপশাখার মাধ্যমে হজের নিবন্ধন ফি জমা দেওয়াসহ অত্যন্ত সহজ ও সুবিধাজনকভাবে বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.