২০২৪ সালে প্রশিক্ষণ ও উন্নয়নে বিশেষ অবদান রাখায়সহকর্মীদের সম্মাননা জানালো ব্র্যাক ব্যাংক। ব্যাংকের লার্নিং ও ডেভেলপমেন্ট কার্যক্রমে অবদান রাখা কর্মীদের সাফল্যউদ্যাপনের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক চালুকরে 'লার্নিং লুমিনারিজ অ্যাওয়ার্ড'।
এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানে ধারাবাহিক শিক্ষার সংস্কৃতি গড়ে তোলার জন্য সম্প্রতি ব্যাংকের সেরা প্রশিক্ষক, প্রশিক্ষণ মূল্যায়নে সেরা নম্বরধারী সফল প্রোজেক্ট টিমের সদস্য এবং সাপোর্টিং বিভাগের নিবেদিত কর্মীদের মধ্য থেকে মোট৭৮ জন কর্মীকে সম্মাননা দেওয়া হয়েছে।
এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানেব্যাংকের লার্নিং-ইকোসিস্টেম সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ নিবেদিতপ্রাণ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইওএসেলিম রেজা ফরহাদ হোসেন। তিনি প্রফেশনাল গ্রোথ এবং শ্রেষ্ঠত্ব অর্জনে ধারাবাহিক শিক্ষার গুরুত্বেরওপর জোর দিয়ে দক্ষ মানবসম্পদকেব্যাংকটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাপিটাল হিসেবে অভিহিত করেন।
'লার্নিং লুমিনারিজ অ্যাওয়ার্ড হলো ব্র্যাক ব্যাংকের শিক্ষাকেন্দ্রিককর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চলমান উদ্যোগের অংশ। প্রশিক্ষণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা কর্মীদের স্বীকৃতি ও পুরস্কৃত করার মাধ্যস্ল্যোংকটি কর্মীদের তাঁদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
১৩ এপ্রিল ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেনব্যাংকটির হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ এবং হেড অব লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টউম্মে সালমা।
ব্র্যাক ব্যাংক সহকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তাঁরা গ্রাহকদের আরো উন্নত সেবা দিতে পারেন। এ লক্ষ্যে তাঁরা যেন পরিবর্তনশীল ব্যাংকিং জগতের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, সেজন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানে শেখার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্লাসরুম প্রশিক্ষণ আয়োজন ছাড়াও ব্যাংকটির রয়েছে 'আলো (ALO)' নামের একটি আধুনিক ই-লার্নিং প্ল্যাটফর্ম। এখানে ব্যাংকটির কর্মীরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কোর্স সম্পন্ন করতে পারেন। প্রতিষ্ঠানে সহজ ও সুবিধাজনক লার্নিং-কালচারের বিকাশে ব্যাংকটি এই প্ল্যাটফর্ম চালু করে।
একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংকমানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে কর্মীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করে যাচ্ছে ব্যাংকটি।