ফেনী নদীতে
জেগে উঠা হাজার একর চর দখল করে নিচ্ছেন ভূমিদস্যুরা। পানি উন্নয়ন বোর্ডের অসাধু কিছু
কর্মকর্তার মদদে সরকারি এসব খাস জায়গা দখল করে মৎস্যখামার করছে দখলকারীরা।
সংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে, ফেনী নদীর সোনাগাজী মুহুরি প্রজেক্ট এলাকায় মুহুরি রেগুলেটরের পশ্চিম
পাশে ছোট স্লুইজের দক্ষিণে রাতের আঁধারে স্কেভেটর দিয়ে বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন
বোর্ডের খাল ও ফেনী নদীর জেগে উঠা খাস জমির জবর দখল করছে প্রভাবশালী একটু ভূমিদস্যু
চক্র।
এই বাঁধের
কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্থ হয়ে স্থানীয় চর খোয়াজের লামছি চরের হাজার হাজার একর
ফসলি জমি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশংকা করছেন এখানকার কৃষকরা।
এছাড়া খালে
বাঁধ দেয়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজস রয়েছে বলেও দাবী
করছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা
জানান, প্রতিদিন রাত ১১টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত দুইটি স্কেভেটর দিয়ে মাটি কেটে
বাঁধ নির্মাণ করা হচ্ছে।তবে, কারা এই মাটি কাটছে এই বিষয়ে ভয়ে মুখ খুলছেনা কেউই।
নাম প্রকাশে
অনিচ্ছুক এক কৃষক জানান, স্থানীয় ৪ থেকে ৫ জন ভূমিদস্যু প্রশাসন ও পাউবোর কর্মকর্তাদের
ম্যানেজ করে খাল এবং চরের হাজার একর জমি দখল করছে।
সোনাগাজী
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিক জানান, সরকারি খাস ভূমি দখল কিংবা পানি নিষ্কাশনের
খালে বাঁধ দেয়ার কোনো সুযোগ নেই। ভূমি ও খাল উদ্ধারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
খালে বাঁধ
নির্মাণের বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী নুর নবী
বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা
নেয়া হবে।