× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইসিসিতে নয়, ট্রাইব্যুনালেই হবে জুলাই গণহত্যার বিচার- চিফ প্রসিকিউটর

ডেস্ক রিপোর্ট

০৮ এপ্রিল ২০২৫, ২০:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। আজ ( এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

তিনি বলেন, ‘‘প্রেস সেক্রেটারি যা বলেছেন (আইসিসিতে বিচার নিয়ে) তা আমি পত্র-পত্রিকায় দেখেছি। তবে তাঁর সঙ্গে আমি বিষয়ে কোনও কথা বলিনি। তবে, গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের এই মামলাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। যদি আইসিসি টেকনিক্যাল সাপোর্ট দেয়, তবে আমরা তা গ্রহণ করব।’’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘‘বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের বিচার করতে সক্ষম, দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক। বাংলাদেশের এই বিচার করার সামর্থ্য রয়েছে। ঘটনার স্থান বাংলাদেশে, আসামিরা বাংলাদেশে বা আশপাশের দেশগুলোতে থাকেন এবং সাক্ষীরা বাংলাদেশে রয়েছেন। তাই এই বিচার দেশের কোর্টে হবে, এটা স্বাভাবিক। আইসিসিতে তখনই যেতে হয়, যখন কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয় অথবা সেই রাষ্ট্র এটি করতে ইচ্ছুক না হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ফলে, আইসিসির সদস্য রাষ্ট্র হওয়ার পরও দেশের অভ্যন্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এই দেশের কোর্টেই হবে, এটাই সিদ্ধান্ত।’’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.