× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পল্লবীতে পুলিশ সদস্যকে কামড়ে আসামি ছিনতাই

ডেস্ক রিপোর্ট

০৮ এপ্রিল ২০২৫, ১৩:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর পল্লবীতে ওয়ারেন্টভুক্ত আসামী বাপ্পীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। পল্লবী থানার এক পুলিশ সদস্য বাশারের হাতে কামড় দিয়ে বাপ্পীকে ছিনিয়ে নেয়।

আজ ( এপ্রিল) রাতে পল্লবী থানাধীন মিরপুর-১১ খিচুড়ি পট্টি বস্তিতে ঘটনা ঘটে। বাপ্পীকে গ্রেপ্তার করতে না পারলেও পুলিশের ওপর হামলা আসামি ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আদালত থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী বাপ্পীকে ধরার জন্য পুলিশ অভিযানে যায়। মিরপুর-১১ খিচুড়ি পট্টি বস্তিতে বাপ্পীকে ধরতে গেলে বস্তির কয়েকজন বাধা দেয় এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। বাশার নামে এক কনস্টেবলকে কামড়ে জখম করা হয়। হ্যান্ডকাফসহ বাপ্পী এখন লাপাত্তা।

ওসি আরও জানান, হামলার ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাপ্পি এখনও পলাতক এবং হ্যান্ডকাফ উদ্ধার হয়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.