ধলেশ্বরী নদীতে নৌকায় দেশীয় অস্ত্র প্রদর্শন ও অশ্লীল নৃত্য প্রদর্শনকারী কিশোর গ্যাং 'ডেঞ্জার গ্যাং' এর ১৬ সদস্যকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। গতকাল (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল অভিযানে নেমে এসব সদস্যকে আটক করে।
অভিযানের সময়, কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচছিল, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করেছে এবং উল্লেখ করেছে, গত ২ এপ্রিল কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল ১৬ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে।
-67ee538337e87.png)
এসময় তাদের কাছ থেকে ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। নৌকাটি সার্চ করার পর, আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী আরও ২ জন গ্যাং লিডারকে গ্রেপ্তার করা হয় এবং সবাইকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, সেনাবাহিনী বর্তমানে পালিয়ে যাওয়া গ্যাং সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।