× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুদাসপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

২৭ মার্চ ২০২২, ০৮:৩০ এএম

মেলার উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস।

সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্ভাবিত বিভিন্ন কৃষি প্রযুক্তি স্থানীয় পর্যায়ে পরিচিত করার লক্ষ্য নিয়ে নাটোরের গুরুদাসপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে রবিবার (২৭ মার্চ) সকাল ৯টায় এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য  মো. আব্দুল কুদ্দুস। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই মেলা চলবে ২৯ মার্চ পর্যন্ত।

আয়োজক সূত্রে জানা গেছে, উন্নত প্রযুক্তির সকল সুবিধা কৃষকদের কাছে তুলে ধরতে এবং উদ্ভাবিত কৃষি প্রযুক্তিসমূহের যথাযথ সম্প্রসারণের পথ সুগম করতে কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।

রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আগামী ২৯ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় ১৫ টি স্টল স্থান পেয়েছে। স্টলের গ্যালারিতে লাভজনক, টেকসই ও আধুনিক কৃষির বিভিন্ন প্রযুক্তিসমূহ প্রদর্শিত হচ্ছে।

উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার, কৃষি অফিসার মো. হারুনর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মতিয়ার রহমান প্রমুখ।

স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কৃষিক্ষেত্রে সরকারের বীজ, সার ও যন্ত্রপাতির ভর্তুকির কারণে দেশ খাদ্যে স্বনির্ভরতা অর্জন করেছে।

তিনি কৃষকদের আধুনিক যন্ত্রপাতির সুফল গ্রহণের পরামর্শ দেন।

কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ জানান, কৃষি প্রযুক্তি মেলা হলো প্রযুক্তি সম্প্রসারণের অন্যতম মাধ্যম। উন্নত প্রযুক্তির সফল প্রয়োগকারীদের সাফল্য কৃষকদের মাঝে তুলে ধরতে এবং উদ্ভাবিত কৃষি প্রযুক্তি সমূহের যথাযথ সম্প্রসারণের পথ সুগম করতে কৃষি প্রযুক্তি মেলার ভূমিকা অপরিসীম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.