অস্ট্রেলিয়া
এখন থেকে বাংলাদেশের নাগরিকদের ভিসা ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে দেবে, নয়াদিল্লি থেকে নয়। এই সিদ্ধান্ত আজ
(২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আজ তাকে ফোন
করে এই সিদ্ধান্তের কথা
জানান।
টনি
বার্ক জানিয়েছেন, ‘এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে।’ এই সিদ্ধান্তটি অবিলম্বে
কার্যকর হবে।
প্রসঙ্গত,
গত বছরের অক্টোবর মাসে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তার বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
কাছে এই অনুরোধ করেছিলেন।
এর আগে, বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা ভারতের নয়াদিল্লি থেকে ইস্যু করা হতো, যা বাংলাদেশের নাগরিকদের
জন্য অনেকটাই অসুবিধাজনক ছিল। এবার এই ভোগান্তি দূর
হওয়ার মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা ঢাকাতেই ভিসা ইস্যু করার সুবিধা পাবেন।