× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিল্লি না ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৫, ১৫:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

অস্ট্রেলিয়া এখন থেকে বাংলাদেশের নাগরিকদের ভিসা ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে দেবে, নয়াদিল্লি থেকে নয়। এই সিদ্ধান্ত আজ (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আজ তাকে ফোন করে এই সিদ্ধান্তের কথা জানান।

টনি বার্ক জানিয়েছেন, ‘এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে।এই সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তার বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের কাছে এই অনুরোধ করেছিলেন। এর আগে, বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা ভারতের নয়াদিল্লি থেকে ইস্যু করা হতো, যা বাংলাদেশের নাগরিকদের জন্য অনেকটাই অসুবিধাজনক ছিল। এবার এই ভোগান্তি দূর হওয়ার মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা ঢাকাতেই ভিসা ইস্যু করার সুবিধা পাবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.