× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘুষের মামলায় তারেক রহমান, বাবরসহ সব আসামি খালাস

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৫, ১৩:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে হত্যামামলা থেকে দায়মুক্তি দেয়ার উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন। আজ (২০ মার্চ) এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক মুহা. আবু তাহের। 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শিল্পগোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়েছিল। এক-এগারোর সময় দুদক এই বিষয়ে মামলা করে। ২০০৮ সালের ১৪ জুলাই আদালত তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন। 

তারেক রহমানের আইনজীবীরা জানিয়েছেন, মামলাটি সম্পর্কে দুদক কোনো সঠিক স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। মিথ্যা মামলায় হয়রানি করায়, তারা দুদকের বিরুদ্ধে মামলা করারও পরামর্শ দিয়েছেন। 

এ রায়ের মাধ্যমে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করার পথে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বিচারিক আদালতে তার বিরুদ্ধে এখন আর কোনো মামলা নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.