× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে স্বামীর হাতে স্ত্রী খুন, মায়ের দেহের পাশে কাঁদছিল শিশু

সীতাকুণ্ড প্রতিনিধি

২৬ মার্চ ২০২২, ০৭:০২ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (২৬ মার্চ) রাতে ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কট্টাবাজার এলাকায় একটি জুট মিলস কলোনিতে স্বামীর হাতে আমেনা বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়।

জানা গেছে, চার বছর আগে সন্দ্বীপের মগধরা এলাকার জামাল উদ্দিনের মেয়ে আমেনা বেগমকে পরিবারের অমতে প্রেম করে বিয়ে করেন জামালপুর জেলার বাসিন্দা মো. রাসেল। তারা ২০ দিন আগে কট্টাবাজার এলাকায় একটি জুট মিলস কলোনিতে ঘর ভাড়া নেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। তাদের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

গভীর রাতে শিশু সন্তানের কান্নার আওয়াজ শুনে প্রতিবেশিরা ওই গৃহবধূর মরদেহ দেখতে পান।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি থানাকে অবহিত করলে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানা ওসি তদন্ত সুমন বনিক বলেন, পারিবারিক কহলের জেরে স্বামী তার স্ত্রীকে শ্বাসরুদ্ধে হত্যা করে পালিয়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.